|
---|
ইলিয়াস মল্লিক, হাওড়া: মাদ্রাসা তারবিয়াতে ইসলাম, এটি একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গত বছরের এই সময়ে ক্বারী মহঃ আবু বক্কর সাহেবের তত্ত্বাবোধনে পথ চলা শুরু করে। প্রথমে কয়েক জন ছাত্র ছাত্রীদের নিয়ে শুরু হয় হাদিস, কোরআন এর শিক্ষা প্রদান।সাথে সাথে ছাত্র ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ইংরেজি ও বিজ্ঞান এর পাঠ পড়ানো হয়।
সুন্দর পরিকাঠামো ও সুশৃঙ্খলায় গড়ে ওঠা এই মাদ্রাসার বর্ষপূর্তি পালিত হয় গত কয়েকদিন আগে। এই নতুন বছরে পদার্পণ উপলক্ষে মাদ্রাসার মুহতামিমের উদ্যোগে উদ্ধোধন করা হয় একটি ইসলামিক লাইব্রেরির।
এদিন লাইব্রেরীর উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত পুস্তক বিক্রেতা নিউ লেখা প্রকাশনীর কর্নধার হাবিবুর রহমান মল্লিক, সৃজনী পত্রিকার সম্পাদক গোপিকান্ত মেথুর, সাংবাদিক মহসিন ও মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মহ. আবু বক্কর সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।