২০তম সরস্বতী পুজোয় বাগনান এন.ডি ব্লকের শিল্পী সংঘের থিম ‘মা’

বাগনান: বাগনানে যদি সরস্বতী পুজো দেখতে আসেন তাহলে অবশ্যই আপনাকে একবার হলেও ঘুরে যেতে হবে বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের সন্নিকটে বাগনান এন.ডি ব্লকের শিল্পী সংঘের পুজো মন্ডপে। তাদের শিল্পী সংঘের এই বছর পুজোটি ২০তম বর্ষে পদার্পণ করলো আর এই ২০তম বর্ষে শিল্পী সংঘের সদস্য-সদস্যারা ২০টি মূর্তির পুজো করবেন বলে জানিয়েছেন ওই সংঘের সভাপতি সৈকত খাড়া মহাশয়।লম্বায় ১৪ফুট ও চওড়ায় ১২ফুট একচালা মন্ডপ তৈরি করে পুজোর আয়োজনে ব্যস্ত এখন ক্লাবের সকল সভ্যবৃন্দগন।

    এই বছর শিল্পী সংঘের থিম হল ‘মা’।এই মন্ডপটি কুড়িটি সরস্বতী মূর্তি দর্শন করতে পারবেন দর্শনর্থাীরা।যেখানে ‘মা’ নামের প্রতিমাটি থাকবেন একদম মাঝখানে,বাকি ১৯টি সরস্বতী প্রতিমাটিতে ঘিরে থাকবেন।শিল্পী সংঘের সদস্য-সদস্যারা সানি,সুতপা,আকাশ দেবশঙ্কর,করবীরা মন্ডপ সাজাতে ব্যস্ত।ক্লাবের সম্পাদক সৌভিক মন্ডল জানান আমরা এই বছর পুজোর কটাদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান,সমাজের বিশিষ্ট ব্যাক্তিগনেদেরকে সংবর্ধিত করব,বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হবে।পুজোর কটাদিন সম্পূর্ণ কোভিড প্রটোকল অনুসরণ করেই হবে বলে জানান সংঘের অন্যতম দুই সদস্যা যমুনা সিংহ শতাব্দী ভট্টাচার্য।