|
---|
নিজস্ব সংবাদদাতা : জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু হুগলির খানাকুলের হানুয়া এলাকায়। মৃত যুবকের নাম স্বরূপ সরকার, বয়স (৩৫)। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই একটি পাশের বাড়ির ছোট ছেলে খেলতে গিয়ে স্বরূপের মৃতদেহ জলে ভাসতে দেখে আর সে দেখেই ওই ছোট্ট ছেলে প্রতিবেশীদেরকে খবর দেয়। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা দ্রুত পুলিশকে খবর দেয়।পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে দোকানে ময়দা কেনার জন্য বাড়ির বাইরে বেরিয়ে ছিল। কিন্তু তারপর থেকে স্বরূপ বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর বাড়ির লোকজন খোঁজখবর চালায়। পাড়ার একটি পুকুরের পারে একটি ছোট্ট ছেলে খেলতে গিয়ে দেখে জলে ভাসছে স্বরূপের দেহ।কী করে পুকুরের জলে স্বরূপের মৃতদেহ এল তা নিয়ে আতঙ্কে সবাই। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে রহস্য বেড়েছে। যদিও খানাকুল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।