|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: নিজেদের জীবনকে তুচ্ছ করে, নিজের পরিবার থেকে দূরে থেকে দেশরক্ষার কাজে নিয়োজিত রয়েছেন,যাঁদের সক্রিয়তার জন্য দেশের নাগরিকরা শান্তিতে থাকতে পারেন,সেই সেনাকর্মীদের সাথে ভাইফোঁটা উদযাপন করতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল আর্মি।
আমাদের রক্ষা করে চলেছেন। বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সিভিল আর্মির সদস্য-সদস্যরা সম্মিলিত ভাবে পৌঁছে গিয়েছিলেন গোয়ালতোড়ে সিআরপিএফ সিক্সটি সিক্স ব্যাটিলিয়ানের ক্যাম্পে।
দেশের সুরক্ষার জন্য যে সেনাকর্মী ভায়েরা তাঁদের প্রিয় দিদি-বোনদের ছেড়ে বাড়ি থেকে অনেকটা দূরে আছেন, তাঁদের ভাই ফোঁটা দেওয়ার উদ্দেশ্যে সিভিল আর্মির ভাই ও বোনেরা মিলে ভাই ফোঁটার আয়োজন করে।
ভ্রাতৃত্ব বোধের অসাধারণ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনের ভাইফোঁটার অনুষ্ঠানটি সমাপ্ত হয়।