|
---|
সাইফুদ্দিন মল্লিক, নতুন গতি : রাজ্য সরকারের সাম্প্রতিক মদ সংক্রান্ত নীতির প্রতিবাদে এবং মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের নেতা ও মদবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হাজী আকতার হোসেন সাহেবের শহিদ দিবসের স্মরণে “মদ চাইনা দুধ চাই, মদ-মুক্ত বাংলা চাই” স্লোগানে মুখরিত হয়ে শনিবারে রঘুনাথগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’-র জঙ্গীপুর মহকুমা কমিটি।
এদিনের কর্মসূচীতে দলের মহিলা কর্মীদের পথে নেমে প্রতিবাদ ও বিক্ষোভে অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো । সম্প্রতি রাজ্য সরকার মদের বিক্রি বাড়াতে গ্রামে গ্রামে সরকারী মদের খুচরো দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে। এদিন এর তীব্র সমালোচনা করেন দলীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁদের প্রশ্ন, ‘রাজ্যবাসীর জীবনের সুরক্ষা ও উন্নয়নের চেয়ে কি রাজস্বের গুরুত্ব বেশী হতে পারে ?’ দলের সর্বভারতীয় সভাপতি ডঃ এস কিউ আর ইলিয়াস তাঁর ভাষণে বলেন, ” যখন রাজ্যে রাজ্যে মদ নিষিদ্ধ করার প্রচেষ্টা চলছে, তখন অর্থনীতির নৈতিকতাকে বিসর্জন দিয়ে ক্ষমতাসীন সরকার কী করে মদের বিক্রি বাড়ানোর জন্য এমন সিদ্ধান্ত নিতে পারেন ?”
রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও মাতাল স্বামীদের দ্বারা নির্যাতিতা ও নিপীড়িতা মহিলাদের কথা বিবেচনা না করে এমন জনবিরোধী ও অনৈতিক সিদ্ধান্ত নেওয়ায় তীব্র সমালোচনা করেন দলের রাজ্য মহিলা সভানেত্রী শাহজাদী পারভীন। রাজ্য সভাপতি মনসা সেন সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন, সুশীল সমাজ ও মহিলাদের নিয়ে ‘মদ-মুক্ত’ বাংলা গড়ার জন্য বৃহত্তর আন্দোলনের ডাক দেন। সরকার মদ সংক্রান্ত ঘোষণা প্রত্যাহার না করলে আগামীতে নবান্ন অভিযানের হুমকি দেন দলীয় নেতৃবৃন্দ।