|
---|
আর এ মণ্ডল,বাঁকুড়া : সম্প্রতি ১২ আগষ্ট,শনিবার বাঁকুড়া জেলা ইমাম পরিষদের উদ্যোগে ইন্দাস ব্লক কমিটির ব্যবস্থাপনায় শাঁকরুল জামে মসজিদে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ইন্দাস ব্লক কমিটি নতুন করে নির্বাচন করা হয়। নব নির্বাচিত কমিটির,- মাও: কাজী সাহাবুদ্দিন সাহেব (সভাপতি), মাওলানা ফয়জুল ইসলাম (সহ-সভাপতি), মাওলানা মইনুদ্দিন (সহ-সভাপতি), মাওলানা মোহাম্মদ হানিফ মাজাহিরি (সম্পাদক), মাওনা শামসুদ্দিন মোঃ ইউনুস (সহ-সম্পাদক), হাফিজ সোহরাব আলী খান (সহ-সম্পাদক),শেখ নিয়ামুল হক(কোষাধক্ষ), মুহাম্মাদ নুরুল ইসলাম মন্ডল (সদস্য), মাওলানা শাহজাহান(সদস্য), মীর নিয়ামুল হোসেন (সদস্য)। এই সভায় ইন্দাস ব্লকের মসজিদের ইমাম মোয়াজ্জিন ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, মুফতি মোক্তার হোসেন (কোষাধ্যক্ষ বাঁকুড়া জেলা ইমাম পরিষদ) প্রমুখ। ওই দিনের সভায় শরিফুল ইসলাম সাহেব সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সমাজের ইমাম মোয়াজ্জিনদের দায়িত্বের কথা বলেন। আগামী ২১শে আগস্ট সারা পশ্চিমবঙ্গ ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঐ সভায় অংশ গ্রহণের জন্য শরিফুল ইসলাম সাহেব সকলকে আহ্বান জানান এবং সভায় সর্ব সম্মতিক্রমে ইন্দাস ব্লক থেকে একটা বাস নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে, জেলার অন্যান্য ব্লক সংগঠনের পক্ষ থেকেও অনুরূপ সভা অনুষ্ঠিত হয়।
ছবি:- ইন্দাস ব্লক কমিটির।