সংকটে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ! ফের প্রকাশ্যে আপ-কংগ্রেস কোন্দল

দেবজিৎ মুখার্জি: সংকটে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। ফের প্রকাশ্যে আপ-কংগ্রেস কোন্দল। কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের শিক্ষাব্যবস্থাকে কটাক্ষ করলো আপ, যা ভালো চোখে দেখছেনা কংগ্রেস।

     

    ছত্তিশগড়ে এবছর বিধানসভা ভোট। শনিবার ভোট প্রচারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, “কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের সরকারি স্কুলগুলির অবস্থা জঘন্য। দিল্লির স্কুলগুলির দিকে তাকান। আপনাদের আত্মীয় কেউ দিল্লিতে থাকলে, তাঁদের প্রশ্ন করুন। জানতে পারবেন, দিল্লির সরকারি স্কুলগুলি কত উন্নত। স্বাধীনতার পর প্রথমবার কোনও সরকার স্কুলশিক্ষায় এত খরচ করেছে।”

     

    যদিও পাল্টা দেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেন, “দিল্লির স্কুলের সঙ্গে ছত্তিশগড়ের স্কুলের তুলনা কেন? ছত্তিশগড়ের তুলনা করতে হলে আগের বিজেপি সরকারের সঙ্গে করুন। আগে একেকেটা স্কুলে ১০ টা শ্রেণিতে একজন করে শিক্ষক ছিলেন। বহু স্কুল বন্ধ করে দিয়েছে বিজেপি। সেগুলির সঙ্গে করুন। ছত্তিশগড়ে কংগ্রেস সরকার তো ভাল কাজ করছে। কেজরিওয়ালের ওখানে যাওয়ার দরকারটা কি? কেজরিওয়ালকে যদি তুলনা করতে হয়, তাহলে আগের কংগ্রেস সরকারের সঙ্গে নিজের তুলনা করুন। যে কোনও সেক্টর নিয়ে তর্কে আমরা রাজি।”