|
---|
লুতুব আলি, শক্তিগড় , ১১ মে : বুধবার রাতে বর্ধমান থেকে হাওড়ার দিকে যেতে শক্তিগড় স্টেশনের কাছে ক্রসিং পার হওয়ার সময় বর্ধমান ব্যান্ডেল ডাউন লোকাল ট্রেন একই লাইনে ঢুকে পড়লে সংঘর্ষের ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। হলে ট্রেনের যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ঘটনাস্থলে জিআরপি ও আরপিএফ এর পুলিশ কর্মী ও আধিকারিকরা ছুটে এসে উদ্ধার কার্য চালান। এদিন এক বড়োসড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেল। দুর্ঘটনার ফলে বেশ কিছু যাত্রী আহত হন। দুর্ঘটনার অব্যহিত পরই হাওড়ার ডিভিশনের ডি আর এম দুর্ঘটন স্থলে এসে হাজির হন। এই দুর্ঘটনার ফলে বর্ধমান হাওড়া কর্ড ও মেনলাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গেছে। মেল ট্রেনও চলাচল বন্ধ। এই লাইন দিয়ে দিল্লি, মুম্বাই, দার্জিলিং, কাশ্মীর সহ উত্তর-পূর্ব ভারত ও পশ্চিম ভারতের মধ্যে ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাওড়া ডিভিশনের ডি আর এম রাত থেকে দুর্ঘটনাস্থলে অবস্থান করছেন। উল্লেখ্য, শক্তিগড় স্টেশন থেকে বর্ধমান হাওড়া কর্ড ও মেইন লাইন বিভক্ত হয়। এদিন রাত নটা নাগাদ বর্ধমান ব্যান্ডেল ডাউন লোকাল ট্রেন টি বর্ধমান ছেড়ে ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় শক্তিগড় এর কাছে এই দুর্ঘটনার কবলে পড়ে। শক্তিগড় স্টেশনের সাত নম্বর প্লাটফরমের লাইন থেকে তিন নম্বর লাইনে মাল গাড়িটি ক্রসিং করার সময় বর্ধমান ব্যান্ডেল লোকাল ডাউন ট্রেনটি সিগন্যাল পেয়ে একই লাইনে ঢুকে পড়ে। মালগাড়িটি ক্রসিং পার না হওয়া পর্যন্ত ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন টিকে সিগন্যাল দেওয়া ঠিক হয়নি বলে ওয়াকিবহুল মহলের ধারণা। লোকাল ট্রেন ও মাল গাড়ি র সঙ্গে ধাক্কা হওয়ার ফলে দুর্ঘটনাস্থলে বেশ কিছু রেললাইন জ্যাম হয়ে গেছে। শক্তিগড় স্টেশন পূর্ব রেলওয়ে র একটি গুরুত্বপূর্ণ স্টেশন। উত্তর ভারত ও পশ্চিম ভারতের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ডিআরএম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ডিআরএম জানিয়েছেন এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত হবে গাফিলতি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া ও হবে।