রথযাত্রা উপলক্ষে মকদমপুর এলাকায় মালদা লায়ন্স ক্লাব অফ আদির উদ্যোগে ভক্তদের জন্য একটি জল ছত্র খোলা হয়

মালদা , ০৫ জুলাই : রথযাত্রা উপলক্ষে মকদমপুর এলাকায় মালদা লায়ন্স ক্লাব অফ আদির উদ্যোগে ভক্তদের জন্য একটি জল ছত্র খোলা হয়। মকদমপুর এলাকায় শতাব্দীপ্রাচীন রথ যাত্রাকে কেন্দ্র করে বিশাল মেলা বসে। সেই মেলাতে আগত ভক্তদেরপানীয় জল,   ও আর এস, গ্লুকোন ডি এবং শিশুদের জন্য চকলেট এর ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি দেবাশীষ সাহা, সংগঠনের সদস্য ডাঃ অমিতাভ মৈত্র, হাসি খাতুন, নন্দিতা সরকার সহ অন্যান্য সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সংগঠনের সদস্যরা মেলায় আগত ভক্তদের পানীয় জল ও অন্যান্য পরিসেবা দেন। অসুস্থদের বসার জায়গাও তৈরি করেছিলেন তারা।
সংগঠনের সভাপতি দেবাশীষ সাহা জানিয়েছেন, গত ৫ বছর ধরে তারা এই ধরনের ক্যাম্প করে আসছেন। আগামী দিনেও এই পরিষেবা দিবেন তারা। এর পাশাপাশি আগামী দিনে সবুজায়নের লক্ষ্যে দুই হাজার গাছ লাগাবেন তারা সংগঠনের পক্ষ থেকে।
হাসি খাতুন ও নন্দিতা সরকাররা জানিয়েছেন,রথ যাত্রা উপলক্ষে তাদের এই জলছত্র খোলা হয়। প্রয়াত চিকিৎসক অভীক মৈত্রর স্মৃতির উদ্দেশ্যেও এই জলছত্রর আয়োজন করা হয়। রথের দিন হাজারো মানুষকে পরিষেবা দিতে পেরে খুশি তারা।