|
---|
মালদা ৫ জুলাই : শহরের যানজট মোকাবেলায় কড়া পদক্ষেপ নিল মালদা জেলা প্রশাসন। শুক্রবার থেকে শহরের বিভিন্ন প্রান্তে শুরু হলো ধরপাকড়। তার সঙ্গে গ্রামের টোটো প্রবেশ করতে পারবেনা শহরে। সম্প্রতি এক প্রশাসনিক বৈঠক এই নির্দেশিকা জারি করা হয়। আজ এই নির্দেশিকা কার্যকারী করতে পথে নামে জেলা প্রশাসন। শহরের রবীন্দ্র ভবন পুরাতন মালদার সেতু মোড় সহ বিভিন্ন এলাকায় শুরু শুরু হয় অভিযান। এদিকে এই ঘটনার প্রতিবাদে পথে নামে টোটো চালক রা। গ্রামের টোটো শহরে প্রবেশ করতে দিতে হবে এই দাবিতে এদিন পুরাতন মালদার সেতু মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা দাবি জানান গ্রামের টোটোকে শহরে প্রবেশ করতে দিতে হবে না হলে শহরের কোন গাড়ি গ্রামের রাস্তা দিয়ে যাবে না। তাই তারা আজ আন্দোলনে নেমেছে।