|
---|
নিজস্ব প্রতিবেদক : দার্জিলিং জেলার এক জনপ্রিয় পর্যটন আকর্ষণ হল মিরিকের লেক। এবারে সেই লেকের শোভা বৃদ্ধির কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্য সরকার ও জিটিএ যৌথভাবে এই কাজ করবে। এই কাজের ডিপিআর তৈরী করেছে জিটিএ।
এই প্রকল্পে একগুচ্ছ কাজ করা হবে – লেকের পলি সরানো, নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং লজগুলির সংস্কার।
জল সম্পদ অনুসন্ধান দপ্তর মিরিকের মূল আকর্ষণ লেকের পলি সরানো বিষয়ে ডিপিআর তৈরী করবে।
নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর নিকাশি ব্যবস্থার ওপর কাজ করবে। স্থানীয় বাড়িগুলির নিকাশি ব্যবস্থা বড় ড্রেনের সঙ্গে যুক্ত করা হবে। বর্জ্যের পৃথকীকরণ বাড়িতেই করা হবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য কম্প্যাক্টর ষ্টেশন তৈরী করা হবে।
নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর লেকের শোভা বৃদ্ধির জন্য একটি প্রোজেক্ট রিপোর্ট তৈরী করবে। গ্রীন সিটির আদলেই এই পরিকল্পনা করা হবে। শহরে ঢোকার মুখে করা হবে মিরিক গেট। লেকের চারপাশেও শোভা বৃদ্ধি করা হবে। পুরকর্মীরা লেকের চারপাশ পরিষ্কার করবে।
পর্যটন দপ্তর সরকারি লজগুলির সংস্কার করবে।