|
---|
“দেশে নতুন সরকার গঠনের পূর্বে কংগ্রেসের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন শিল্পপতি অনিল আম্বানি l”
শরিফুল ইসলাম : কেউ বলছেন দুর্নীতি হয়নি প্রমান করার দায়িত্ব কার্যত তাঁর উপরেই বার্তাবে, যা আদৌ সম্ভব নয় l আবার কারো মতে সতেরতম লোকসভায় বিজেপির ভরা ডুবির ফলাফল আচ করেই এমন সিদ্ধান্তl নানা মুনির নানা মতের মধ্যেই শেষমেশ রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার তথা দেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি বলে পরিচিত অনিল আম্বানি জাতীয় কংগ্রেস এবং হেরালডের বিরুদ্ধে আনিত যাবতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে নিচ্ছেন বলে সূত্রে প্রকাশl উল্লেখ্য, দেশের প্রতিরক্ষা সম্পর্কিত যুদ্ধ বিমান রাফাল বিদেশ থেকে আমদানি কে কেন্দ্র করে কংগ্রেস বিশিষ্ট এই শিল্পপতির বিরুদ্ধে অবৈধ আর্থিক দুর্নীতির সরাসরি অভিযোগ তোলে l পাশাপাশি ন্যাশনাল হেরালডেও একটি নিবন্ধ প্রকাশিত হয়, যেখানে কংগ্রেসের মতকে সর্মথন করে বলা হয় রাফাল কান্ড ঘিরে দুর্নীতি হয়েছিল l এর পর পরই সংবাদপত্র ও কংগ্রেসের বিরুদ্ধে মানহানির মামলা ঠোকেন অনিল l সাবজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নগরদায়রা আদালতের বিচারপতি পি. তমাকুওয়ালার এজলাশে সংশ্লিষ্ট মামলার শুনানি চলছিল বলে জানা যায় l
সূত্রেপ্রকাশ, অনিল আম্বানির আইনজীবি রাজেশ পারিক দেশের এক অগ্রনি ইংরেজি দৈনিক দি টাইমস অফ ইন্ডিয়ার কাছে জানান, বিবাদী পক্ষের সঙ্গে যোগাযোগ করার পরই তাঁর মক্কেলের নির্দেশ মতোই আমরা মানহানির ওই মামলা প্রত্যাহারের বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত গ্রহণ করি l
আদালতে এখন গ্রীষ্মকালীন অবকাশ চলছে l পুনরায় আদালত খোলার সঙ্গে সঙ্গেই উদ্দিস্ট মানহানির মামলা সংক্রান্ত যাবতীয় পদ্ধতিগত বিষয় গুলি শুরু করে মামলা প্রত্যাহার করে নেওয়া হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে l