|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে বজ্রপাতে মৃত্যু হল এক ক্ষেতমজুরের। মৃতের নাম বংশী রুইদাস। বয়স আনুমানিক ৫৪ বছর। তিনি গলসি থানার তাহেরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় গ্রামবাসী বাপ্পা চ্যাটার্জ্জী জানান, এদিন দুপুর তিনটা নাগাদ তিনি দাদাপুর গ্রামের বামুনডোবা মাঠে কৃষিকাজ করছিলেন। ওই সময় আচমকা বজ্রবৃষ্টি শুরু হলে তিনি জমিতে লুটিয়ে পরে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদড়াহাটী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাঠে কাজ করতে গিয়ে এমন ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।