বাঁকুড়ায় পালিত হলো জাতীয় জরিপ দিবস

সেখ আজফার হোসেন , বাঁকুড়া : ১০ই এপ্রিল সারা দেশের সঙ্গে বাঁকুড়ার কোতুলপুরে মার্জাদার সাথে পালিত হলো জাতীয় জরিপ দিবস। বুধবার এই দিনটি উপলক্ষে কোতুলপুর শিবানী লজে দক্ষিণ দামোদর আমিন সমিতির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন দক্ষিণ দামোদর আমিন সমিতির সভাপতি আমীর আলী মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় জরিপ দিবস উপলক্ষে আজ আমরা এখানে মিলিত হয়েছি। তাই একজন আদর্শ আমিন হিসেবে আমাদের জানতে হবে আমিন হল একজন বিচারক। আমিন হিসেবে উচিত নিজের সততা, বিশ্বাস বজায় রাখা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দামোদর আমিন সমিতির সম্পাদক সাইফুল মণ্ডল নিমাই সামন্ত , নিমাই দে, শাহজাহান সাহেব , অনন্ত দে ও জীতেন কুণ্ডু প্রমুখ বিশিষ্ট জন। বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার মোট ০৮টি ব্লকের কয়েক শো আমিন এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে অনেকেই জরিপের কাজে একজন আমিনের কী ভূমিকা সে সম্পর্কে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দুলাল লায়েক।