চরম অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা! রাষ্ট্রপতির বাসভবনের সামনে বিক্ষোভ ক্ষুব্দ জনগণের

নতুন গতি নিউজ ডেস্ক: চরম অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধেয় কলম্বোর রাজপথে রাষ্ট্রপতির বাসভবনের সামনে জমায়েত করল হাজার পাঁচেক মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষ।

    জানা গেছে, আহত হয়েছেন এএসপিও সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে কারফিউ।

    বিক্ষোভকারীদের দাবি, পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষেকে। অন্যদিকে রাষ্ট্রপতি দাবি করেছেন, যাঁরা পথে নেমে প্রতিবাদ করছেন তাঁরা চরমপন্থী।

    উল্লেখ্য, গত সাত দশকে সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখে পড়েছে শ্রীলংকা। বিদ্যুতের অভাবে ব্ল্যাক আউট চলছে দেশে। এমনকী মিলছে না প্রতিদিনের প্রয়োজনের রান্নার গ্যাস। এই পরিস্থিতিতে, দেশ ছাড়তেও শুরু করেছেন মানুষ।