সাগারদিঘীতে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত ৩

রহমতুল্লাহ, সাগরদিঘী : ৬ই অক্টোবর মহালয়ার দিন ভোর রাত্রে ২:৩০ টে নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যাত্রীর আহত ১৫ জনের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ সাগরদিঘী থানার ভুরকুন্ডার কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাত ২:৩০ টে নাগাদ কলকাতা থেকে শিলিগুড়ি আসছিল একটি যাত্রীবাহী বাস, মাঝে সাগরদিঘী থানার ভুরকুন্ডা এলাকায় একটি লরির টায়ার বাস্ট হয়ে যাওয়ায় লরিটি রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ছিল, সেই সময় কলকাতা থেকে আসা যাত্রীবাহী বাসটি হঠাৎ দাঁড়িয়ে থাকা লরি টিকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলে গাড়ির ভিতরে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সাগরদিঘী থানার পুলিশ এবং তারাই গুরুত্ব অবস্থায় যাত্রীদের উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বেশকিছু যাত্রীকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যাত্রীদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বাকিদের অবস্থা অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মৃত যাত্রীদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি, সাগরদিঘী থানার পুলিশ মৃত যাত্রীদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।