|
---|
মুর্শিদাবাদ: গত কয়েকদিন ধরে চলছে ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় মুসলিমদের মসজিদ, বাড়ি ঘর, সম্পত্তির উপর হামলা চালাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ।উগ্র হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা মসজিদ ভাঙচুর থেকে শুরু করে জ্বালিয়ে দিচ্ছে ঘর বাড়ি।এমনকি বিশ্ব হিন্দু পরিষদের মিছিল থেকে শোনা যাচ্ছে নবীজির বিরুদ্ধে কটূক্তি ও ইসলাম বিদ্বেষী স্লোগান।ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের একাধিক মহল।
ত্রিপুরায় মুসলিমদের উপর ও ইসলাম অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। আজ পপুলার ফ্রন্টের পক্ষ থেকে গোটা দেশজুড়ে “ত্রিপুরার মুসলিমদের বাঁচাও” শিরোনামে চলছে প্রতিবাদ প্রদর্শন। তাঁরই অংশ হিসাবে মুর্শিদাবাদের ইসলামপুরে পথে নামলো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কর্মীরা ।আজ পপুলার ফ্রন্টের উদ্যোগে মুর্শিদাবাদের ইসলামপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এই দিনের মিছিল থেকে আরএসএস মুর্দাবাদ, ত্রিপুরার মুসলিমদের উপর অত্যাচার মানছিনা মানবোনা সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এইদিনের বিক্ষোভ মিছিলের উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের নেতা ফিরোজ শেখ, মিকাইল শেখ, অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের নেতা মৌলানা জাইদুল ইসলাম, এসডিপিআই এর রাণীনগর বিধানসভার সভাপতি গোলাম হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। এইদিনের বিক্ষোভ মিছিল ইসলামপুর নেতাজি পার্ক থেকে শুরু হয়ে গোটা বাজার পরিক্রমা করে বাসস্ট্যান্ডে শেষ হয়।এইদিনের বিক্ষোভ মিছিল থেকে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস, ভিএইচপি, বজরং দলের ফ্যাসিবাদী কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়।পাশাপাশি এই হামলা রুখতে প্রশাসনকে কঠোর ব্যাবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এই হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ।