|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পাঞ্জাবে ক্ষমতা দখলের পথে আম আদমি পার্টি। দলের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ফলের ট্রেন্ডে আপের বিপুল সাফল্যে ইঙ্গিত পেতেই সোশ্যাল মিডিয়া পাঞ্জাবের মানুষকে অভিনন্দন জানালেন কেজরিওয়াল। ট্যুইটারে তিনি লিখলেন, এই বিপ্লবের জন্য পাঞ্জাবের মানুষকে ধন্যবাদ।
শেষ খবর পাওয়া পর্যন্ত আপ ১১৭টি সিটের মধ্যে ৯২ টিতে এগিয়ে এবং 65টিতে দখল করে নিয়েছেন।
কংগ্রেস এখন অব্দি জিতেছেন ১১টি সিট ও বিজেপি ২টি।