|
---|
আজিজুর রহমান : গলসি ২ নং ব্লকের মসজিদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়। অঞ্চলের গোমাই গ্ৰামে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সন্নিকটে ওই যোগদান সভা করা হয়। যেখানে ব্লকের তৃণমূল নেতা গুল মোহাম্মদ মোল্লার নেতৃত্বে বিজেপি, কংগ্রেস ও সি.পি.আই.এম পরিবারের লোকেরা তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন। যোগদাতারা জানান, তৃণমূলের উন্নয়নে সামিল হতেই তারা তৃণমূল যোগদান করেছেন। তাছাড়াও আগামী দিনে তারা তৃণমূল নেতাদের নির্দেশে দলের কাজ করবেন।
গুল মোহাম্মদ মোল্লা জানিয়েছেন, ভোট মেটার পর বিভিন্ন দলের কর্মীরা তৃণমূল যোগ দিতে ইচ্ছুক বলে তাকে জানিয়ে ছিলেন। তার পরই আজকে ওই যোগদান সভা করা হয়। এলাকার বিভিন্ন গ্রামের মানুষ এই সভাতে যোগদান করেছেন। তার দাবী এদিন ১০০ টি পরিবার তাদের দলে যোগ দিয়েছেন। বিজেপি থেকে তৃণমূলে আশা সৌম্যদ্বীপ কোনার বলেন, বিজেপি ধর্মের নামে রাজনীতি করে দেশটাকে শেষ করছে। রাজ্যে তাদের অস্তিত্ব কমেছে। তাই তৃণমূলের উন্নয়নে সামিল হতে তারা ৪০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।