|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে পালন করা হল রিচা ঘোষের জন্মদিন। আজ শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে রিচা ঘোষের জন্মদিনে কেক কেটে রিচাকে খাইয়ে দিলেন মেয়র গৌতম দেব। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা। এদিন মেয়র জানান আজকে রিচার জন্মদিন ওকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। ওর অনেক উন্নতি কামনা করি। ও আরো উন্নতি কামনা করি। ও আরো ভালো থাকুক। এদিন মেয়র জানান আমাদের কাজ রিচাকে ভালো ভাবে এগিয়ে যেতে সাহায্য করা। এদিন রিচাকে দেখে চলে আসেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং সাধারন কর্মীরা। রিচাকে দেখে উৎসাহে ফেটে পড়েন পুরসভার সাধারন কর্মচারীরা। রিচা জানান আমি কয়েকদিনের জন্য এসেছি তাই এই ছোট সময় আমি মনে রাখব। ভালো লাগলো মানুষের এই বিশ্বাস এই সন্মান।