|
---|
নতুন গতি প্রতিবেদনঃ বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচতে নাচতে তা বন্ধ করে দেওয়ায় এক যুবতীর মুখের ওপর গুলি চালিয়ে দিল একদল উন্মত্ত মদ্যপ যুবক।এমনই নৃশংশ ঘটনা ঘটল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের চিত্রকূটে শহরে। ক্যামেরাবন্দী হয়েছে এই সমস্ত ঘটনা।
গত ১লা ডিসেম্বর এক ডান্সিং গ্রুপের সাথে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন ওই যুবতী। স্টেজে তার সহশিল্পীর সাথে নৃত্য পরিবেশন করছিলেন তিনি। এক মিনিটের ওই ভিডিওতে দেখা গিয়েছে, পারফরম্যান্সের পর নাচ থামিয়ে দিলে একজন মাতাল বলে ওঠেন, “নাচ থামালে গুলি চালানো হবে।” পাশ থেকে অপর এক মাতাল বলেন, “সুধীর দা, আপনি গুলি চালিয়ে দিন।” এরপর হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে মহিলাকে পিছন দিক থেকে গুলি করা হয়, যা সরাসরি তার মুখে এসে লাগে। কানপুরের একটি হাসপাতালে এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন ওই মহিলা।
জানা গেছে, যিনি ওই মহিলার ওপর গুলি চালিয়েছেন, তিনি ওই গ্রামের প্রধানের পরিবারের সদস্য এবং গুলি চালানোর সময় ঘটনাস্থলে গ্রামের প্রধানও উপস্থিত ছিলেন।যদিও এই ঘটনায় “অজ্ঞাতপরিচয়” কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সিনিয়র পুলিশ আধিকারিক অঙ্কিত মিত্তাল জানিয়েছেন, আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছি।শুরু হয়েছে তদন্তও।(তথ্য সংগৃহীত)