|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদাঃ বাংলা শস্য বিমা যোজনায় কৃষকদের অন্তর্ভুক্তি আশানুরূপ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়। বুধবার মালদা নিয়ন্ত্রিত বাজার সমিতির হলঘরে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর-এই তিন জেলার কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে এই বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। ওই কৃষি বিমা যোজনায় বেশি সংখ্যক কৃষকদের যাতে আওতাভুক্ত করা যায় সেজন্য বিশেষ উদ্যোগ নিতে বলেছেন মন্ত্রী।
বুধবার দুপুরে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলার কৃষি দফতরের আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছিল মালদা নিয়ন্ত্রিত বাজার সমিতির হলঘরে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, কৃষি বিভাগের উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার, মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন সহ কৃষি দপ্তরের তিন জেলার আধিকারিকরা। শেষে মন্ত্রী বলেন, এই মরসুমে আমরা আমন ও আউশ ধান, পাট ও ভুট্টা চাষের জন্য কৃষকদের নিখরচায় শস্যবিমার আওতাভুক্ত করতে চাইছি। তার আবেদনের শেষ সময়সীমা ৩১ অগস্ট। কিন্তু এখনও তিন জেলার বেশিরভাগ কৃষকদের এই যোজনার আওতাভুক্ত করা যায়নি। তাই প্রশাসন সহ কৃষি দফতরের আধিকারিকদের বিষয়টিতে জোর দিতে বলা হয়েছে।