|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: রাজ্যের অন্যতম এক সুপ্রাচীন ঐতিহাসিক কেন্দ্র হল রাজনগর৷ এখানকার ঐতিহাসিক রাজবাড়ি ও ইমামবাড়া ময়দানের সম্প্রীতির মহরম মেলার সুনাম ছড়িয়ে আছে রাজ্য ও রাজ্যের বাইরে তথা দেশের বিভিন্ন প্রান্তে৷ এবারও আসন্ন মহরম পর্ব ও মহরম মেলা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় তার জন্য বৈঠকে বসেন প্রতিনিধি তথা পরিচালন কমিটির কর্তা ব্যক্তি ও সদস্যরা৷
রাজনগর মাদ্রাসা শাহবাজিয়ায় বুধবার রাহে ইসলাম সমাজকল্যাণ সোসাইটির পক্ষ থেকে এক জরুরী সভার আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন রাহে ইসলাম সভাপতি, স্থানীয় রাজ পরিবারের বর্ষীয়ান প্রতিনিধি রাজা সাহেব মহঃ রফিকুল আলম খান, সম্পাদক আবুল ফজল খান ওরফে হীরোজ, সেখ মন্টু, আমন খান, মাদ্রাসা সম্পাদক মফিজ আলি, মৌলানা সামসুল হক, মহঃ শরিফ, সেখ কাবুল, গাফ্ফার খান, সেখ সালেম, রাফায়েত আলি, হাজী নুরে ইসলাম প্রমুখ৷ শান্তিপূর্ণ রুপে এবারও যাতে ঐতিহ্যবাহী মহরম মেলা পরিচালনা করা সম্ভব হয় সেবিষয়ে আলোচনা ও কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়৷ উল্লেখ্য, রাজনগর রাহে ইসলাম কমিটি মেলা পরিচালনার দায়িত্বে থাকে৷ স্থানীয় পুলিশ প্রশাসন, শান্তি কমিটি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়৷ এলাকায় এবারও সুন্দর ভাবে সব কিছু সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে৷ এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রার্থনা করেন তাঁরা৷