|
---|
রাহুল রায়, নাতুন গতি, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত গৌড়ডাঙ্গা বাসস্ট্যাণ্ড থেকে ঘুমুরিয়া গ্ৰাম যাবার রাস্তা বেহালা অবস্থা। গৌড়ডাঙ্গা বাসস্ট্যাণ্ডের বাসিন্দারা অভিযোগ, শুধুমাত্র অবহেলার কারনেই গৌড়ডাঙ্গা বাসস্ট্যাণ্ড থেকে ঘুমুরিয়া গ্ৰাম গামি রাস্তা ৭ কিলোমিটার বেহাল রাস্তার মেরামতি হচ্ছেনা। একমাত্র যাবার রাস্তা এমন অবস্থা ফলে ভুক্তভোগী হচ্ছে ১০থেকে ১২টি গ্ৰামের মানুষকে। দীর্ঘদিন যাবৎ ধরে সমস্যা চলে এলেও বর্তমানে বর্ষার জলকাদায় রাস্তার অবস্থা আরও বেগতিক হয়ে উঠেছে। গৌড়ডাঙ্গা বাসস্ট্যাণ্ডের বাসিন্দারা বলছেন,এই রাস্তার উপর দিয়ে বাস গাড়ি যাতায়াত করে। গৌড়ডাঙ্গা বাসস্ট্যাণ্ডের বাসিন্দারা বলছেন,এই রাস্তার উপর দিয়ে স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুল যাতায়াত করতে গেলে সমস্যার মুখে পড়তে হয়। গৌড়ডাঙ্গা বলছেন,আমার যাতায়াত করে গেলেও সমস্যার মুখে পড়তে হয়। যদিও দ্রুত এই সমস্যার সমাধানের কোনো সদার্থক ভুমিকা নেই প্রশাসনের। এমনটাই দাবি করছেন গৌড়ডাঙ্গা বাসস্ট্যাণ্ডের বাসিন্দারা। গৌড়ডাঙ্গা বাসস্ট্যাণ্ডের বাসিন্দাদের দাবি কবে রাস্তাটি মেরামতি করা হবে।