লকডাউনের ফলে এবার প্রতিবন্ধী এর পাশে দাঁড়ালেন জলঙ্গী থানার পুলিশ

লকডাউনের ফলে এবার প্রতিবন্ধী এর পাশে দাঁড়ালেন জলঙ্গী থানার পুলিশ

    এস ইসলাম,নতুন গতি, ডোমকল: করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব জুড়ে চলছে লকডাউন ভারত বর্ষ পশ্চিমবঙ্গের জলঙ্গি থানা, মূলত জলঙ্গি থানা এলাকা গুলি গ্রাম্যএলাকা নামে পরিচিত। সচরাচর যেখানে কৃষিকাজের উপরেই সংসার চলার বেশিরভাগই নির্ভরশীল, তার ওপরে জলঙ্গি পদ্মা নদীতে প্রায় গ্রাস করে নিয়েছে জলঙ্গীর মানুষের কৃষি জমি।

    এই পরিস্থিতিতে এবার প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়ালেন জলঙ্গী থানার ওসি উৎপল কুমার দাস, তুমি জলঙ্গি থানার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে প্রতিবন্ধীকে খাদ্য সামগ্রী তুলে দিলেন তাদের হাতে।

    আজ সাদিখানদেয়ার খয়রামারি এলাকায় প্রায় চল্লিশ জন প্রতিবন্ধীর হাতে খাদ্যসামগ্রীর সঙ্গে মাক্স সাবান তুলে দেন। জলঙ্গী থানার পুলিশ প্রমাণ করলো যে শুধু আইন রক্ষক নয় তারা প্রয়োজনের সঙ্গে মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন।
    তবে লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষরা জনপ্রতিনিধি থেকে সাহায্য পেল প্রতিবন্ধী অসহায় মানুষ গুরু এখনো পর্যন্ত কোন সাহায্যই পাননি বলে জানাই, তবে জলঙ্গি থানার ওসি উৎপল কুমার দাস প্রথম করলেন বলে জানান অসহায় প্রতিবন্ধী মানুষ।
    প্রতিবন্ধী জানান এখনো পর্যন্ত কোন নেতা মন্ত্রী অন্য কেউ কোন সাহায্য করতে আসেনি আমাদের,এই উদ্যোগে আমাদের অনেক ভালো হলো এই লকডাউন পরিস্থিতিতে আমাদের পাশে এসে দাঁড়ালেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জলঙ্গি থানার পুলিশ প্রশাসনকে ও বিশেষ করে ওসি উৎপল দাস মহাশয় কে।