|
---|
নিজস্ব সংবাদদাতা:
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর মহান অনুপ্রেরণায় এই রাস্তার কাজের শুভ সূচনা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচক ২ নং ব্লকের কর্মাধ্যক্ষ দিজেন মন্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রাহমান বিশ্বাস মহাশয়। এছাড়াও সেখানকার প্রধান ও মেম্বার গণ উপস্থিত ছিলেন এবং বহু সংখ্যক জন সাধারণ।
টিঙ্কুর রাহমান বিশ্বাস এর কুড়িয়াটার হইতে সারাফাতটোলা হয়ে শ্যামদাসপুর গ্রাম পর্যন্ত প্রায় এগারো (১১) কি.মি. রাস্তার কাজ কর্মাধ্যক্ষের অক্লান্ত প্রচেষ্টায় আমরা আজকে উদ্বোধন করতে পেরেছি এবং তিনি বলেন যেখানে রাস্তা নেই সেখানে কোন উন্নয়ন হতে পারে না অতএব উন্নয়ন করতে হলে পাকা রাস্তা অবশ্যই প্রয়োজন কেননা রাস্তায় হল উন্নয়নের দিশা।
কর্মদক্ষ দিজেন মন্ডল মহাশয় জানান যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অক্লান্ত প্রচেষ্টায় আমাদের এই কর্মসূচি চলছে সারা বাংলায় তারই এক কর্মসূচি আমাদের কালিয়াচক ২ নং ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন শ্যাম দাস পুর গ্রামে এক বিশাল রাস্তা আমরা আজকে উদ্বোধন করতে পেরেছি।