|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আপাতত গ্রেপ্তার হচ্ছেন না রাজীব কুমার। তবে সিবিআইয়ের মুখোমুখি তাঁকে হতে হচ্ছে। কলকাতা বা দিল্লিতে নয়। জেরা হবে শিলংয়ে। প্রধান বিচারপতি গগৈ বলেছেন, ‘শিলংয়ে যান। খুব ঠান্ডা জায়গা। দু’পক্ষই ঠান্ডায় থাকবেন।’
দু’পক্ষই মনে করছে, এটা তাদের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় ধর্নায় ইতি টেনেছেন। তিনি বছেন, ‘এটা একটা বড় জয়। বিচার ব্যবস্থা এবং সমস্ত প্রতিষ্ঠানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা কৃতজ্ঞ।’ দিল্লিতে কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘সিবিআইয়ের কাছে এটা বিরাট জয়। এ বার দুর্নীতি মামলার তদন্তে শিকড়ে পৌঁছতে পারবে তারা।’ এখন অতএব শুধুই জয়ধ্বনি।
দু’পক্ষের আইনজীবীরাও এই রায়ে তাঁদের জয় দেখতে পাচ্ছেন। সিবিআইয়ের অন্যতম আইনজীবী কে রাঘবচারুলুর কথায়, ‘কোনও ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নন। রাজীব কুমারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটাই প্রমাণ করল৷ একইসঙ্গে আদালত অবমাননার বিষয়টি নিয়েও রাজ্য সরকারের জবাব তলব করেছে শীর্ষ আদালত৷ এটাও সিবিআইয়ের পক্ষেই গিয়েছে৷’ উত্তর-পূর্ব ভারতের তৃণমূলের অন্যতম পর্যবেক্ষক তথা মিজোরামের প্রাক্তন অ্যাভভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব বলেছেন, ‘এই মামলাটি পুরো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ আমাদেরই জয় হয়েছে৷ আমাদের আর্জি গৃহীত হয়েছে৷ পুলিশ কমিশনারকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে আদালত৷’
কী রায় দেবে সুপ্রিম কোর্ট? উত্তেজনা ছিল চরমে। সকালেই এমন একটা রায় দেন বিচারপতি, যাতে দু’পক্ষেরই মনে হচ্ছে, ‘আমরা জিতেছি।’