সুরবৈভব আয়োজিত সুর-সন্ধ্যা

সেখ সামসুদ্দিন : সুরবৈভবের সুর-সন্ধ্যা ২০২৩ আয়োজিত হয় ২৪ জুন সন্ধ্যায় কোলকাতার শিশির মঞ্চে ( রবীন্দ্রসদন – নন্দন চত্ত্বরে)। এই অনুষ্ঠান তিনটি পর্বে করা হয়। প্রথম পর্বে নৈবেদ্য ও আমার দেশ নিবেদন করেন সুরবৈভবের সদস্যবৃন্দ। দ্বিতীয় ও তৃতীয় পর্বে গুণীজন সংবর্ধনা ও বহমান বাংলা গান নিবেদন করেন বিভবেন্দু ভট্টাচার্য্য। সুরবৈভব সংগীত প্রতিষ্ঠান ২০১০ সালে বিভবেন্দু ভট্টাচার্য্যের হাত ধরে পথ চলা শুরু করে। বর্তমানে তার দুইটি শাখা কলকাতা ও বর্ধমান। সংগীতের বিভিন্ন ধারার সঙ্গে শিক্ষার্থীদের সম্যক পরিচয় ঘটানো, তাদের সংগীত চেতনা তথা কৃষ্টি চেতনার উন্মেষ ঘটানোই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। তাই এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একটি পরিবার। সুরসন্ধ্যা ২০২৩ অনুষ্ঠানের শুরুতে শুভদীপ চক্রবর্তী রচিত ও বিভবেন্দু ভট্টাচার্য্য সুরারোপিত ‘জগজননী- জগন্নাথ’ সঙ্গীতে নৃত্য প্রদর্শন করেন সিক্তা ঘর। তারপর নৈবেদ্য ও আমার দেশ নিবেদন করেন সুর বৈভবের সদস্যবৃন্দ যারা হলেন-( কচিকাচাদের মধ্যে ) অপূর্ব সুন্দর মন্ডল, অভিজ্ঞান সেন, অস্মিতা বাইন, অহর্ষি বন্দ্যোপাধ্যায়, আয়ান দে, আরশি রায়, উৎসব ঘোষ, ময়ূখ সিনহা, রাই মন্ডল, শতরূপা মুখোপাধ্যায়, শৌনক রায়, সপ্তদীপ রায়, সুবিভব ভট্টাচার্য্য এবং বড়দের মধ্যে অদিতি পাল, অর্পিতা বসু, উজ্জ্বল ঘোষ, চন্দন সেন, দেবশ্রী মুখোপাধ্যায়, পারমিতা কর, মঞ্জু চট্টোপাধ্যায়, মানসী মন্ডল, মাসুমা দে, রিনিকা পোদ্দার, রীতা বন্দ্যোপাধ্যায়, রূপান্তরা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ঘোষ, শিপ্রা দাস, শিপ্রা ভট্টাচার্য্য, শিবপ্রকাশ মুখোপাধ্যায়, শুভ্রনীল ঘোষ, সঞ্চিতা দাস, সঙ্গীতা সামন্ত, সংহিতা সেনগুপ্ত, সুচরিতা ভট্টাচার্য্য, সুজাতা বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা গুহ, সৃজিতা হাজরা, সৈকত সিংহটাল, সৌম্য মন্ডল, সোমা রায়, স্বপ্না সিংহটাল, স্বাতী সাধু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু। দ্বিতীয় পর্বে গুণীজন সংবর্ধনা ও সুর বৈভবের সদস্যদের শংসাপত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগীতশিল্পী বিদূষী হৈমন্তী শুক্লা, বিশেষ অতিথি ছিলেন সুমিত্রা রায় যিনি হেমন্ত মুখোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্রী। ছিলেন ডঃ উপালী চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, পার্থসারথী একলব্য, মধুরিমা দত্ত চৌধুরী, ডঃ পায়েল কর , অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে দর্শক আসনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের প্রাক্তন সংস্কৃতি অধিকর্তা কমল মজুমদার, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের যুগ্ম অধিকর্তা বাসুদেব ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ তপঃপ্রকাশ ভট্টাচার্য্য, সমাজসেবী ও শিক্ষক ডঃ লক্ষণ ঘোষ সহ বহু গুণী শিল্পী এবং সুরবৈভব পরিবারের সদস্যবৃন্দ । শেষ পর্বে বিভিন্ন ধারার বাংলা গান পরিবেশন করেন বিভবেন্দু ভট্টাচার্য্য। বাংলা সংগীত জগতে ইতিমধ্যেই বিভবেন্দু তাঁর স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন। এদিনের অনুষ্ঠানও তার ব্যতিক্রম নয়। শিল্পী বিভবেন্দুকে এদিন একই সঙ্গে একজন সার্থক শিক্ষক ও আয়োজক হিসাবেও পাওয়া গেল। যন্ত্রসংগীত অনুষঙ্গে ছিলেন- কীবোর্ডে গৌতম চৌধুরী, তালবাদ্যে দেবজ্যোতি গোস্বামী, গীটারে গৌরব দাস, পারকাশনে তমাল দত্ত। বিশেষ অতিথি বর্গ তাদের বক্তব্যে বিভবেন্দু ভট্টাচার্য্যের সঙ্গীত জগতে সাফল্যের জন্য আশীর্বাদ ও প্রশংসায় ভরিয়ে দেন। সার্বিকভাবে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে। সমবেত সংগীতে সুরবৈভবের সদস্যরা এবং একক নিবেদনে বিভবেন্দু ছিলেন অসামান্য । অতিথিরা এবং দর্শক- শ্রোতারা সকলেই মুগ্ধ, আবিষ্ট ছিলেন এমন আয়োজনে।