|
---|
সেখ আজফার হোসেন, বাঁকুড়া : সোমবার থেকে শুরু হয়ে আজ মঙ্গলবারও চলছে মুষলধারে অকাল বৃষ্টি। যার জেরে বাঁকুড়া জেলার ইন্দাস, কতুলপুর , জয়পুর, বিষ্ণুপুর , পাত্রসায়ের ব্লক সহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার একর আলু জমি জলের নিচে চলে যাওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছে এলাকার আলু চাষিরা। এমনিতেই আলুর বাজার নিম্নমুখী হওয়ায় চিন্তায় ছিলেন আলু চাষিরা।
সেই সঙ্গে বিঘার পর বিঘা আলু জমি জলের নিচে চলে যাওয়ায় চাষিদের মাথায় হাত। কিছু এলাকায় আলু তোলার কাজ শুরু হলেও সিংহভাগ জমির আলু মাঠেই রয়ে গেছে। ঐসকল জল জমে থাকা জমির আলুতে দাগ লেগে যাওয়া ও পচে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতর থেকে দেওয়া পূর্বাভাস অনুযায়ী ২-৩ দিন এই বৃষ্টি চললে ক্ষতির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।আর এতেই আলু চাষিদের চিন্তা বাড়িয়েছে। জেলা প্রশাসন সুত্রে জানাগেছে, জেলার ১৩ টি গ্রাম পঞ্চায়েত, ১২৮ টি গ্রাম শিলাবৃষ্টি ও মুষলধারে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট ক্ষতির পরিমাণ ১ কোটি ১৮ লক্ষ ২০ হাজার টাকা। পাত্রসায়ের ব্লকের কৃষি সহ অধিকর্তা রঞ্জন লোহারা জানান, বেলুট, নেতখাড়া, বীজপুর , ঘোড়াডাঙা সহ কয়েকটি এলাকায় অতিবৃষ্টির কারণে আলুর ক্ষতি হয়েছে। তাদের টিম ঐসকল জায়গা ঘুরে দেখেছে। উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হবে।