|
---|
নিজস্ব প্রতিনিধি ,তমলুক : রবিবার ঠিক দুপুর ১ টায় নন্দীগ্রামের গোপালচকে অনুষ্ঠিত হল মাছ নিয়ে সভা ৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন ওড়িশার বালেশ্বর থেকে বিশ্ব রঞ্ঝন সরঙ্গি ও উপস্থিত ছিলেন ওড়িশা ও পশ্চিম বঙ্গের ডিসটিবিউটর মিস্টার নির্মল মহান্তি ৷ প্রায় দু ঘন্টার মতো মাছ চাষের অপকারীতা ও উপকারীতা নিয়ে আলোকপাত করলেন ৷ দুরদুরান্তের মানুষ জনসভায় উপস্থিত হন ৷ সবাইকে তাদের পক্ষ থেকে কভার ফাইল ও মাছ বিষয় দৃড় করবার জন্য একটি করে পুস্তক তুলে দিলেন ৷ এছাড়া আলোচেনার শেষে লাঞ্চ করে সবাই নিজেদের বাড়ির দিকে রওনা হন ৷ পরিশেষে বিশ্ব রঞ্জন সরঙ্গি আমাদের প্রতিনিধি আরেফুল কে , জানান যে আমি আবার ওড়িশা থেকে আসবো পশ্চিম বাংলায় মাছের বিষয়ে আলোচেনা সভা নিয়ে ৷