দুর্গাপুরের বিধাননগরে আন্তরিক সাহিত্য পত্রিকা প্রকাশ ও বর্ণাঢ্য অনুষ্ঠান।

লুতুব আলি, বর্ধমান, ২৭ ডিসেম্বর : পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগরে প্রকাশিত হলো আন্তরিক সাহিত্য পত্রিকা সপ্তম অষ্টম সংস্করণ এবং বর্ণাঢ্য অনুষ্ঠান। উল্লেখ্য, অষ্টম সংখ্যাটি শিশু সংখ্যা হিসাবে প্রকাশিত হয়েছে। স্বর্গীয় রবি রানী সিংহ রায়ের স্মৃতির উদ্দেশ্যে আন্তরিক আপনজন সংখ্যাটি প্রকাশিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অশোক সিংহ রায়। পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহ রায় জানান, পত্রিকাটি একটি সংগঠন হিসাবে ও জনসেবামূলক কাজ করে শিল্পাঞ্চলে নজর কেড়েছে। তিনি আর ও জানান, আন্তরিক চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। পত্রিকাটি বাণিজ্যিক হিসাবে প্রকাশিত হয় না। পাঠকদের হাতে উপহার স্বরূপ বিনামূল্যে তুলে দেওয়া হয়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। অনুষ্ঠানে বিশিষ্টজনদের গৌরবময় উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন : সাহিত্যিক কালীপ্রসাদ দত্ত, শিবদাস রুদ্র, ড: বাসুদেব হাজরা, শিল্পী তরুণ সাহা, অর্চনা সিংহ রায়, গৌতম দাস, উমাশংকর সেন, কাকলি মান্না, পাঁচু গোপাল ব্যানার্জি, রনজিত কুমার, আশা সেন, চন্দ্র পাঁজা, অঙ্কিত ঘোষ, শিশু শিল্পী দেবব্রত পাল, রাখি দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে কবি শিবদাস রুদ্রের লেখা ভালোবাসার অন্তরালে বইটি প্রকাশিত হয় ও শিল্পী তরুণ সাহার জন্মদিন পালন করা হয়। পাঁচ ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে আলোচনা, নাচ, গান, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ হয়। প্রায় ৬০ জন কবি সাহিত্যিক, শিল্পীরা অংশগ্রহণ করেন। পত্রিকা দুটির মননশীল সংস্করণ বিনামূল্যে হাতে পেয়ে সকলে সম্পাদিকাকে বাহবা দেন।