ঘাটাল মহকুমা প্রশাসনের অভিনব উদ্যোগ – বর্ণপরিচয় সন্মান – আপনিও পেতে পারেন এই সন্মান

শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-বিগত বছরের মতো এবারেও আগামী ২৬ শে জানুয়ারি, ২০২৩ ৭৪তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় শীর্ষস্থানাধিকারী ব্যক্তিবর্গকে বিশেষ কিছু ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে “বর্ণপরিচয় সম্মানে” ভূষিত করা হবে। গত বছর এই পুরস্কারের নাম ছিল ঘাটাল মহকুমা সন্মান। স্মারক হিসেবে বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত মাইল ফলকের প্রতিমূর্তি প্রদান করা হয়েছিল। এবারে নতুন আঙ্গিকে পুরস্কারের নাম করণ করা হয়েছে বর্ণপরিচয় সন্মান।

    সেরা অঙ্গনওয়ারী কেন্দ্র, সেরা প্রাথমিক বিদ্যালয়, সেরা NGO, সামাজিক অবদানের ক্ষেত্রে সেরা ক্লাব, সেরা মিউনিসিপ্যালিটি, সেরা বাংলা সহায়তা কেন্দ্র সহ মোট ৩০ টি পুরস্কার “বর্ণপরিচয় সম্মান” হিসেবে প্রদান করা হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ব্লক এবং মিউনিসিপ্যালিটি গুলিতে যোগাযোগ করতে হবে। আবেদন করার জন্য প্রতিষ্ঠানগুলি তাদের সামগ্রিক কর্মকাণ্ডের একটি ছোট ভিডিও প্রস্তুত করে উপযুক্ত আইনি কাগজপত্র সহ ব্লক ও মিউনিসিপ্যালিটি গুলিতে জমা দিতে পারেন। এছাড়া ঘাটাল মহকুমা প্রশাসনের ওয়েবসাইট www.sdoghatalonline.com এ ক্লিক করেও এই প্রতিযোগিতায় নাম নথিভুক্তি করার জন্য আবেদন করা যাবে। ব্যক্তিগত স্তরের প্রতিযোগিতার ক্ষেত্রগুলিতে ছবি, প্রবন্ধ এবং ফটোগ্রাফ [email protected] এই মেইল আইডিতে পাঠাতে হবে। সমগ্র প্রতিযোগিতার বিচারপর্ব সম্পন্ন করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই প্রতিযোগিতায় আবেদন করার শেষ দিন ১৩ই জানুয়ারি, ২০২৩।