|
---|
নিজস্ব সংবাদদাতা; কলকাতা: ওড়িশার পর সন্ধ্যের দিকে বাংলায় ঢুকতে চলেছে ফণী ঝড়। দেশের বিভিন্ন আবহাওয়া অফিস সূত্রে এমনটাই খবর প্রকাশ করে জনগণকে সচেতন বার্তা দেওয়া হয়েছে।
যদিও এরাজ্যে ফণীর দাপট কিছুটা কম থাকলেও, তা প্রায় গতীবেগ ঘন্টায় ১০০ কিলোমিটারের আশেপাশে থাকতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সমস্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, তিনি সমস্ত কর্মসূচি বাতিল করে রাজ্যের আবহাওয়া পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রেখে চলেছেন। তিনি রাজ্যবাসীকে ৪৮ ঘন্টা কড়া সতর্কতায় থাকতে অনুরোধ জানিয়েছেন। নিতান্ত প্রয়োজন না থাকল বাড়ি ছেড়ে বেরোতেও নিষেধ করেছেন তিনি।
এই মুহূর্তে যাঁদের কাঁচা বাড়ি রয়েছে, তাঁদের অন্য কোথাও সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। সতর্কতা অবলম্বন করে কলকাতা পুরসভার নির্দেশ মত বিভিন্ন বিজ্ঞাপন তাদের বিজ্ঞানের হোডিং শহরের বুক থেকে খুলে ফেলেছেন।
ইতিমধ্যেই কলকাতা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা। এর পাশাপাশি বন্ধ রয়েছে রেল পরিসেবাও।
অন্যদিকে ঝড়ের মধ্যে কলকাতায় মেট্রোরেল পরিষেবা সচল রাখার কথা জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। ঝড়ের মোকাবিলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।