|
---|
নিজস্ব সংবাদদাতা:টিউশনির টাকা দিতে পারছিল না ছাত্রী।ছয়মাস চলে যাবার পরে তাকে বিয়ে করে নিলেন শিক্ষক। শিক্ষকের নাম অশোক মন্ডল।ছাত্রীর নাম অসিমা পাত্র। একাদশ শ্রেণির ছাত্রী অসিমার বাবা বর্তমানে বেকার।চাকরী চলে যাওয়ায় ঠিকমত পড়াতে পারছিলেন না তার ছেলে মেয়ে উভয়কেই। সেকথা অসিমা তার শিক্ষককে বলেও ছিল বারবার। গৃহ শিক্ষক তাকে বোঝান তাকে যদি সে বিয়ে করে নেন তবে তাকে তো মাহিনা দিতেই হবে না উপরন্ত সুখে থাকবে সে। অসিমা সেকথা বাড়িতে তার বাবা মাকেও জানায় ।নিরুপায় বাবা মা নিজের মেয়ের উপরেই বিষয়টি ছেড়ে দেন। গত সপ্তাহে বিয়ে করে নেয় অসীমা। পরে জানাজানি হয়ে গেলে, শিক্ষকের বিরুদ্ধে একজন মেয়েকে জোর করে বিয়ের মামলা দায়ের করা হয়েছে।