লোকপুর থানা এলাকার প্রতিটি মসজিদে ওসি রমেশ সাহা ইমামদের হাতে ফুল ফল ও মিষ্টির প্যাকেট তুলে দেন।

সেখ রিয়াজউদ্দিন, নতুন গতি: করোনা ভাইরাসের আশঙ্কায় আশঙ্কিত সমগ্র দেশের স্বার্থে শুরু হয়েছে দেশব্যাপী লকডাউন,আর সেই লকডাউনের প্রাক্কালে আবার সমগ্র বিশ্বে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে চলছে রোজা পালন। সরকারি নির্দেশ মোতাবেক ভিড় বা জমায়েত একেবারে নিষিদ্ধ, এজন্য সমস্ত মসজিদে জামাত বা একত্রে বহু মানুষের জমায়েত করে নামায পড়া ও নিষিদ্ধ, রোজা উপলক্ষে বিশেষ নামায তারাবীহ সেটা পর্যন্ত মসজিদ কমিটি‌ আলোচনা করে বন্ধ রেখেছেন। উল্লেখ্য করোনা ভাইরাসের আবহে প্রসাশনিক ভাবে জেলা বা ব্লক স্তরিয় বৈঠকে উপস্থিত সমস্ত মসজিদের পেশ ইমাম থেকে শুরু করে সেক্রেটারি সকলে একবাক্যে মহামারী করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে সরকারি নির্দেশ পালন তথা প্রশাসন কে সমস্ত রকম সহযোগিতা করার অঙ্গীকার করেন। আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় সেই সহমর্মিতায় লোকপুর থানা এলাকার প্রতিটি মসজিদে মসজিদে গিয়ে ওসি রমেশ সাহা পেশ ইমামদের হাতে ফুল ফল ও মিষ্টির প্যাকেট তুলে দেন।

    পুলিশের এধরনের উদ্যোগে স্বভাবতই গ্রামবাসী থেকে শুরু করে পেশ ইমাম মৌলানা নাজ আহমেদ, মৌলানা মহঃ সফিউল্লাহ সহ সকল পেশ ইমামদের মধ্যে ও খুসির রেখা স্পষ্ট ফুটে ওঠে।