দুয়ারে সরকার ক্যাম্প সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ১৫ই ফেব্রুয়ারী ২০২২ থেকে পুনরায় শুরু হলো ‘দুয়ারের সরকার’ ক্যাম্প কর্মসূচি।বুধবার দিন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের গোবর্ধন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প হয়। দুয়ারে সরকারের কর্মসূচি চলবে প্রথম রাউন্ড ১৫-২১ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত এবং দ্বিতীয় রাউন্ড ১-৭মার্চ ২০২২ পর্যন্ত চলবে বলে জানাগেছে। ১৬ই ফেব্রুয়ারী প্রথমদিন দুয়ারের সরকার ক্যাম্পে গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীদের ব্যাপক সাড়া পড়েছে লক্ষীর ভান্ডারের ফর্ম থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকের নতুন একাউন্ট খোলা, কৃষক বন্ধু, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, ইত্যাদি প্রকল্পের ফর্ম জমা পড়েছে চোখে পড়ার মতো।

    এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান মুনিমারিয়া মার্ডি, বক্তিয়ার উদ্দিন, তপন কুমার দাস, জিয়ারুল হক, রাজু সেখ, ইমরান সেখ প্ৰমুখ।