পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে তৃণমূলের বৈঠক, প্রার্থীদের সতর্কবার্তা ফিরহাদের

মালদা, ১৬ ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেসের সদস্য হয়েও যারা পুর ভোটে গোঁজ প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আগামী পাঁচ দিনের মধ্যে তাদের লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে হবে। অন্যথায় দল থেকে বহিষ্কার করা হবে তাদের। বুধবার মালদায় ভোট প্রচারে এসে এমনিই হুঁশিয়ারি দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

    এদিন পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে দলের জেলা কোর কমিটি ও দুই পুরসভার প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। প্রার্থী নিয়ে ক্ষোভ থাকলে বৃহত্তর স্বার্থেই তা মিটিয়ে ফেলা উচিত বলে তিনি জানান ।পাশাপাশি, মালদা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে তৃণমূল প্রার্থীকে যাতে দলের সবাই সমর্থন করেন সেই নির্দেশ দেন ফিরহাদ।

    অন্যদিকে, প্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ির জন্য শোক প্রকাশ করে তিনি জানান, সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতরত্ন অথবা পদ্মবিভূষণ সম্মান দেওয়া উচিত ছিল কেন্দ্রের। তা না করে সংকীর্ণ রাজনীতির পরিচয় দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, আসন্ন পুরসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে ও ভোট প্রচারে মালদায় আসেন ফিরহাদ হাকিম। বুধবার সকালে গৌড় এক্সপ্রেসে মালদায় পৌঁছান তিনি। এদিন সন্ধ্যে ছটায় পুরাতন মালদার এবং সন্ধে সাতটার সময় ইংলিশবাজার পৌরসভার নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তিনি l