|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের বিস্ফোরক কবীর সুমন। কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন শিল্পী।
তিনি বরাবরই মোদি সরকারকে উগ্র হিন্দুবাদী বলে আক্রমণ করেন।এক ফেসবুক পোস্টে তিনি লেখেন ‘হিন্দি হিন্দুত্ব হিন্দিয়াবাদীরা সফল। বাংলার সুরসম্রাজ্ঞীকে অপমান করে তাড়ানো গ্যাছে।’
গত মাসেই প্রয়াত গায়িকাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চেয়েছিলেন কেন্দ্র সরকার এবং তিনি তা প্রত্যাখ্যান করেন। সেই সময় মোদি সরকারকে কড়া আক্রমন করে তিনি বলেন “যে ভারত সরকার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার ধৃষ্টতা দেখালো, আমি কবীর সুমন, তাদের জুতো পেটা করতে চাই। আমার প্রথম প্রতিক্রিয়া এটাই। আমার এ মন্তব্য শোনার পর কেউ গ্রেপ্তার করতে পারেন। মানহানির মামলা করতে পারেন। তাতে আমি বিন্দুমাত্র ভয় পাচ্ছি না। বাংলার সন্তান আমি। নিজেকে বাঙালি বলতে গর্ব বোধ করি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সারা বিশ্বের বাঙালির গর্ব। তাঁকে ছোট করে বাঙালিকে হেয় করলো এই সরকার। রাম শ্যাম যদু মধু পদ্মভূষণ, পদ্মবিভূষণ। আর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় স্রেফ পদ্মশ্রী! এই কেন্দ্রীয় সরকার নির্লজ্জ নয় তদুপরি বেহায়া।”