|
---|
সেখ সামসুদ্দিন, ১৬ জুলাইঃ ২১জুলাই ধর্মতলার শহীদ সমাবেশকে সামনে রেখে শেঠিয়া কোল্ড স্টোরে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেই সভাতেই সদ্য নির্বাচিত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে পরাজিত প্রার্থীদেরও ডাকা হয় এবং তাদের পাশে থাকার বার্তা দেওয়া হয়। সেখান থেকেই একটি মিছিল করা হয় জামালপুর বাস স্ট্যান্ডের নীচ পর্যন্ত এবং সেখানে সিধু কানুর মূর্তির কাছে একটি পথ সভা করা হয়। মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক হাঁটেন। মিছিলের সামনের সারিতে থাকেন বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খান। ছিলেন ভূতনাথ মালিক সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, ব্লক কমিটির সদস্য, অঞ্চল কমিটির সদস্যরা। মিছিল থেকে ও পথসভা থেকে ২১শে জুলাই কলকাতার রাজপথ জামালপুরের হাজার হাজার কর্মী সমর্থক ভর্তি করে দেয়। মিছিলে প্রচুর মহিলা সমর্থক উপস্থিত ছিলেন। সকলের চোখে মুখেই সদ্য জয়ের খুশির ঝিলিক দেখা যায়।