|
---|
নূর আহমেদ, মেমারি : রবিবার মেমারি পৌরসভার আয়োজনে ও বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এর পরিচালনায় মেমারি স্টেডিয়ামে প্রথম ডিভিশন ফুটবল লিগ শুভ সূচনা হলো এদিন তরুণ স্পোর্টিং ক্লাব বর্ধমান ও জয়যাত্রী সংঘ রসুলপুর এই দুই জলের মধ্যে উদ্বোধনী ফুটবল খেলা শুরু হয় বর্ধমান তরুণ সংঘ ২-১ গোলে রসুলপুর জয়যাত্রীর সংঘ কে পরাজিত করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ে ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত মেনটর উজ্জ্বল পরামানিক এডি এম সুপ্রিয় অধিকারী বিবেকানন্দ সেন পীর দাস মন্ডল সহ মেমারি পৌরসভার অন্যান্য কাউন্সিলররা আর দলীয় এই ফুটবল লিগ টি আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত স্টেডিয়ামে নির্ধারিত সময় অনুসারে চলবে।