|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ৩০ বছরে পা রাখতেই রক্ত দান করে, নিজের জন্মদিন পালন করলেন শম্পা চক্রবর্তী। পাশাপাশি বিশ জন পথচারী মানুষকে বিরিয়ানির প্যাকেট তুলে দেন। জানা গেছে সাগরদিঘীর থানাপাড়ায় ওই মহিলার বাড়ি দীর্ঘদিন ধরেই সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে যুক্ত। ট্রাস্টের বহু কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও । জীবন দানের মতো একটি কাজ, তার জীবনকে অসম্পূর্ণ করে রেখেছে। শম্পা চক্রবর্তীর অনেক দিনের আশা রক্তদান করার কিন্তু তার শারীরিক দুর্বলতার কারণে রক্তদানে এগিয়ে আসতে সে ভয় পেতো। অবশেষে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের উৎসাহে ও মনের মধ্যে সাহস যুগিয়ে তিনি সাগরদিঘী ব্লাড ব্যাঙ্কে পৌঁছান, হাসপাতালে ডাক্তারের পরামর্শেই রক্তদান করেন মহিলা। তার ভয়ে ভাঙতেপাশে ছিলেন মির্জা জাজবুল। রক্তদান করার পর মহিলার অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি জানান যে সত্যিই মনে এক অদ্ভুত অনুভূতি ও আনন্দ এনেদিয়েছে, এবং তিনি আক্ষেপও করলেন যে কেন এর আগে তিনি রক্তদানে এগিয়ে আসেননি, জীবনের এতোগুলো বছর।