শিলিগুড়িতে জমি মাফিয়াদের রমরমা কারবার, নদীর গতিপথ পরিবর্তন করে তৈরি হচ্ছে সেতু

শিলিগুড়ি: শিলিগুড়ি মহানন্দা, বালাসন সাহু সহ বিভিন্ন নদীর চর গুলি নজরে রয়েছে জমি মাফিয়াদের। শিলিগুড়িতে জমি মাফিয়াদের রমরমা কারবার চলছে। এমনকি বাগডোগরা বুড়ি বালাসন নদী জমি মাফিয়াদের কবলে।

    অভিযোগ করা হয়েছে প্রথমে দোকান ঘর বানানো হচ্ছে নদীর চরে, তারপর তৈরি হচ্ছে কংক্রিটের বিল্ডিং। এমনকি নদীর গতিপথ পরিবর্তন করে দুটি সেতু নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে। এই দুটি সেতু নির্মাণের উদ্দেশ্য এই পারের সঙ্গে ওই পারের যোগাযোগ রীতিমতো মজবুত রাখা।

    এক সময় এই বুড়ি বালাসন নদীর জল বেশ কয়েকটি গ্রামের কৃষকদের ভরসা ছিল। এই নদীর জল সেচের কাজে ব্যবহার হতো। কিন্তু এখন সব ইতিহাস, নদীর নাব্যতা কমে গিয়েছে। স্থানীয় বাসিন্দা এবং বিরোধীরা শাসকদলের দিকে অভিযোগের তীর উঠিয়েছেন।