|
---|
বিদ্যালয়ে চাল বিতরণ নিয়ে দূর্নীতির অভিযোগে বিক্ষোভ বীরভূমের লোকপুরে
সেখ রিয়াজ উদ্দিন,নতুন গতি, বীরভূম: পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মোতাবেক লকডাউনের ফলে গৃহবন্দি স্কুল পড়ুয়াদের জন্য মিডডে মিলের খাবার বাবদ চাল ও আলু তিন কেজি করে দেওয়ার কথা ঘোষণা করেন। সেই মোতাবেক বীরভূম জেলার খয়রশোল ব্লকের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের আজ থেকে চাল আলু বিতরণ শুরু হয়েছে।রেশন ডিলারদের ঝামেলা মিটতে না মিটতে শিক্ষকদের একটা অংশ জড়িয়ে পড়ছেন চাল আলু বিতরণ কে কেন্দ্র করে।এমন ই ঘটনার চিত্র দেখা গেছে আজ খয়রাশোল ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে। ওজনে পাঁচশ গ্রাম করে কম দেওয়ায় প্রধান শিক্ষকের উপর বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন লোকপুর থানার বিশাল পুলিশ বাহিনী, বিক্ষোভের হাত থেকে বাঁচাতে প্রধান শিক্ষক কে পুলিশ থানায় তুলে নিয়ে যায়। খয়রশোল ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্যালনী মহাপাত্র খবর পেয়ে লোকপুর থানায় ছুটে আসেন এবং থানার ওসি সহ শিক্ষক কে নিয়ে আলোচনায় বসেন। থানা থেকে বেরিয়ে এক সাক্ষাৎকারে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে ওজন কমানোর সময় টিয়ার বা ফের না কমানোর জন্য ওজনে ঘাটতি দেখা দেয়। যাহা আগামী কাল দুজন পুলিশের উপস্থিতিতে বকেয়া সহ সুষ্ঠু ভাবে বিতরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান শিক্ষক খোকন আঢ্য ও ঘটনার কথা স্বীকার করে জানান আগামী কাল থেকে সরকারি নির্দেশ মোতাবেক মাল বিতরণ করা হবে প্রশাসনের উপস্থিতিতে।