বীরভূমের কৃতী ছাত্র ডাক্তার হতে চায় কিন্তু বাবার স্বল্প আয় ভাবিয়ে তুলছে

 

    মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: বীরভূম জেলার রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাকবাংলোর বাসিন্দা অভিষেক দাস৷ এবার সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করায় খুশি এলাকার মানুষ৷ তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতন থেকে সে উক্ত পরীক্ষা দিয়েছিল৷ তার প্রাপ্ত নাম্বার ৪৭৪ ( ৯৪.৮ শতাংশ) ৷ স্বভাতই খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ সহ অন্যান্যরা৷

    এমন ভাল ফল করায় এলাকার শিক্ষাপ্রেমী মানুষজন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ জানা গিয়েছে, কৃতী ছাত্র অভিষেকের বাবা করুণা দাস স্থানীয় একটি এম এস কে ( মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ) র শিক্ষক৷ কিন্তু আয় সীমিত৷ ছেলে অভিষেক ভবিষ্যতে ডাক্তার হতে চাই৷ স্বল্প আয়ে কিভাবে ছেলেকে আগামী দিনে মেডিকেল বিষয়ে পড়াবেন তা ভেবে পাচ্ছেননা৷ পরিবারের পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য সহযোগিতা করলে তাঁরা কৃতজ্ঞ থাকবেন৷ আগে তাঁরা থাকতেন রাজনগর ব্লকের আড়ালীতে৷ বর্তমানে থাকেন রাজনগর ডাকবাংলোয়৷ অভিষেকের এইরূপ পরীক্ষার ফল গর্বিত করে তুলেছে অনেককে৷ সুখবরটি জানার পর থেকে বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছার বন্যা অভিষেকের জন্য৷ আগামী দিনগুলি তার উজ্জ্বলতায় ভরে উঠুক৷ এমনটাই শুভ কামনা অনেকের৷