দুর্ঘটনা কমাতে সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘী থানার পক্ষ থেকে বিনা হেলমেট আরোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের!

রায়দিঘী,নুরউদ্দিন:সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘী থানার পক্ষ থেকে দুর্ঘটনা কমাতে ও হেলমেট বিহীন বেপরোয়া বাইক চালকদের দাপট ঠেকাতেই কড়া পদক্ষেপ কড়া সিদ্ধান্ত নিয়েছে রায়দিঘী থানার পুলিশ, হেলমেট ছাড়া রায়দিঘী রোডে বাইক চালালে পড়তে হবে কঠোর শাস্তির মুখে, রায়দিঘীর যেকোনো রাস্তায় হেলমেট ছাড়া গাড়ি চালালে জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হবে বলে জানা যায়, তবে শুধু জরিমানা বাড়িয়ে এই বেপরোয়া বাইক চালকদের ঠেকানো যাবে না বলে মত পুলিশের, আর তাই এবার থেকে রায়দিঘীতে বিনা হেলমেটে বাইক চালালে আরো কঠোর শাস্তির মুখে পড়তে হবে বাইক আরোহীদের, আজ সকাল থেকে প্রায় ৫ ঘন্টা ধরে রায়দিঘী থানার পুলিশ দুর্ঘটনার কবল থেকে রুখতে রায়দিঘী থানার সম্মুখে হেলমেট বিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে নাকা চেকিং পুলিশের, সাথে সাথে মটর বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহারে বাইক আরোহীদের সচেতনতার বার্তা দিল রায়দিঘী থানার পুলিশ!

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি!