|
---|
খান আরশাদ, বীরভূম:পূজার আগে রাজনগরে শতাধিক প্যাকেট শব্দবাজি উদ্ধার ও একজনকে আটক করল রাজনগর থানার পুলিশ।
আর দুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। এই দুর্গাৎসব চলাকালীন অনেক সময়ই বাজি ফাটানো থেকে দুর্ঘটনা ঘটে থাকে। শব্দবাজি ফাটানোর ফলে পরিবেশ দূষণও হয়ে থাকে। এদিকে লক্ষ্য রেখেই এই শব্দবাজি বিক্রি এবং ফাটানো বিষয়ে প্রশাসনিক নির্দেশ জারি করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফে এ বিষয়ে প্রচার অভিযানও চালানো হয়েছে।
কোথাও কোন শব্দবাজি বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত এর নির্দেশে রাজনগর থানার ASI রণজিৎ চক্রবর্তী সহ রাজনগর থানার পুলিশ রাজনগর থানার অন্তর্গত ভবানীপুর অঞ্চলের বিভিন্ন দোকানে অভিযান চালায় এবং সেখানে একটি দোকান থেকে ১০০ এরও বেশি প্যাকেট শব্দবাজি উদ্ধার করে রাজনগর থানার পুলিশ এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।