আজ বিশ্ব “জুনসিস” দিবস:জেনে নিন এই “জুনসিস” আসলে কি?

নিজস্ব সংবাদদাতা:আজ ছয় জুলাই বিশ্ব জুনসিস দিবস। বিশ্ব জুড়ে পালিত হয়ে থাকে এই দিনটি। তাই বিশ্ব জুনসিস দিবস উপলক্ষে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ও ইন্ডিয়ান ইমিউনোলজিকাল লিমিটেড এর সহযোগিতায় বিনামূল্যে অ্যান্টি – rabish / জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয় সারমেয় দের। এদিন বর্ধমান শহরের কালনা গেটের বিধান পল্লী এলাকার প্রায় ১০৪ টি কুকুর ও দু টি বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হয় এদিন। এই ভ্যাকসিন ক্যাম্পে উপস্থিত ছিলেন ডক্টর মুর্শিদ আলী, অ্যানিমাল ওয়েলফেয়ারের সোসাইটির সেক্রেটারি শীর্ষেন্দু সাধু , ইন্ডিয়ান ইমিউনোলজিকাল লিমিটেড এর প্রতিনিধিরা । আগে বর্ধমানে প্রায় জলাতঙ্কে আক্রান্ত কুকুর,গরু পাওয়া যেত যেটা এই ভ্যাকসিন ক্যাম্প করার পর থেকে আর তেমন ভাবে চোখেই পড়েনা।আশা করা যায় এদিনের এই ভ্যাকসিনেশন করার ফলে সারমেয়রা তো বটেই সর্বোপরি মানব জাতি উপকৃত হবে । অ্যানিমাল ওয়েলফেয়ারের সোসাইটির সদস্য অর্ণব দাস বলেন, \” আগে বর্ধমানে জলাতঙ্কের সংখ্যা ছিল অনেক। তবে বর্তমানে জলাতঙ্কের সংখ্যা কমেছে জেলায় । ধীরে ধীরে জলাতঙ্কের সংখ্যা একেবারে কমিয়ে ফেলা যাবে। \” তিনি আরও বলেন, এদিন শুধু নয় সারা বছরই এভাবে সারমেয়দের সেবায় অ্যানিমাল ওয়েলফেয়ারের সোসাইটি থেকে।জুনোসিস হ’ল প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামক রোগের বিস্তার। বিপরীত ক্ষেত্রে, একে অপোজিট জুনোসিস বা অ্যানথ্রোপোনোসিস বলা হয়। এমন অনেক রোগজীবাণু রয়েছে যা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয় । তারপরে, এটি এক মানব দেহ থেকে অন্য মানব দেহে ছড়িয়ে পড়ে । শেষ পর্যন্ত, এটি মহামারি আকার ধারণ করতে পারে। এই রোগটি আগে খুব হত এলকায় এলাকায় । ফলে এই ছয় জুলাই দিনটি পালন করার উদ্দেশ্য হল , জুনোটিক রোগের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতনতা করা ।