|
---|
নিজস্ব সংবাদদাতা, বোলপুর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে রক্তদান শিবিরের আয়োজন করলো শান্তিনিকেতন থানা। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও শান্তিনিকেতন থানার ব্যাবস্থাপনায় শান্তিনিকেতনে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজ্য সরকারের “উৎসর্গ” প্রকল্পে এই রক্তদান শিবিরের আয়োজন করে রাজ্যের পুলিশ। তারই অংশ হিসেবে জেলার সব থানার মতোই শান্তিনিকেতন থানার আয়োজনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ কর্মী সহ শান্তিনিকেতন থানা এলাকার একাধিক গ্রামের সাধারন সমাজ সচেতন তরুন যুবা থেকে সাধারন মানু্ষ এই রক্তদান করেন।
রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়, বোলপুরের সার্কেল ইন্সপেকটর পলাশ চট্টোপাধ্যায়, বোলপুর পৌরসভার পৌরমাতা পর্না ঘোষ সহ অনান্যরা। এদিন রক্তদান শিবির অনুষ্ঠান সঞালনা করেন শিক্ষক তথা রক্ত ও দেহ দান আন্দোলনের রাজ্য নেতৃত্ব নুরুল হক। পুলিশের তরফ থেকে এদিন নুরুল হককে সংবর্ধনাও জানানো হয়।
উল্লেখ্য, জেলা পুলিশ ধারাবাহিক ভাবে শান্তিনিকেতন, নানুর, বোলপুর, রামপুরহাট সহ জেলার সব থানাতে রক্তদান শিবিরের আয়োজন করছে। পুলিশ এখন আইন, শাষন, শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজবন্ধু হয়ে মানুষের পাশে রয়েছে সেই কথাও উঠে আসে শিবিরে বক্তাদের কাছ থেকে।