২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সাহায্য পেল উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া ছাত্রী জয়া পাল

নিজস্ব প্রতিবেদক:- সংবাদ মাধ্যমে খবরের জের। সংবাদ মাধ্যমের খবরের সূত্র ধরেই অবশেষে সাহায্যের হাত এগিয়ে এল জয়া পালের বাড়িতে। সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতেই ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সাহায্য পেল উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া ছাত্রী জয়া পাল। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উচ্চমাধ্যমিকে ব্লকে প্রথম হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়, এছাড়াও তার হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকার চেক। আর্থিক সাহায্য পেয়ে খুশি জয়া পাল ও তার পরিবার। ভবিষ্যতে উচ্চশিক্ষা লাভের জন্য কিছুটা হলেও উপকার হল বলে জানায় সে এবং তার পরিবার।তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার কথা সংবাদমাধ্যমের শিরোনামে আসতেই কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। কৃষ্ণগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতেই তার হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকার চেক। এবং ভবিষ্যতেও জয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।