|
---|
জাকির হোসেন সেখ, ২৬ এপ্রিল, শুক্রবার, নতুন গতি, শিয়ালদা: আজ সকাল সাড়ে ৭ টা নাগাদ শিয়ালদার ব্যারাকপুর-নৈহাটি শাখায় আচমকাই ব্যাহত হয় ট্রেন চলাচল। শ্যামনগর স্টেশনে সিগন্যালিং সমস্যার দরুনই এই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে যাত্রী মারফত জানা গেছে। এরফলে বহু স্টেশনে কয়েক ঘণ্টা পর্যন্ত অনেক দুরপাল্লার ট্রেনকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর প্রায় সমস্ত লোকাল ট্রেনের সময়সূচি পরিবর্তন হওয়ার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় অফিসযাত্রী সহ প্রতিদিনের নির্দিষ্ট সময়ের নিত্যযাত্রীদের।
কিন্তু কি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি স্বাভাবিক হবেই বা কখন, কয়েক ঘণ্টা পেরিয়ে যাবার পরেও কিন্তু রেল সুত্রে তা জানানো হয়নি। ফলে যাত্রীদের মনে প্রচন্ড ক্ষোভ থেকেই গেছে।